ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কানসাটের ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
কানসাটের ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে সহায়তা

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের কানসাটের জোহরপুর মহল্লার পাগলা নদীর তীরের মাটি ধসে যাওয়া ৫০টি পরিবারের মধ্যে  ৩১টি পরিবারকে সহায়তা দিয়েছে সম্প্রীতি বাংলাদেশ নামে একটি সংগঠন।  

রোববার (২১ নভেম্বর) দুপুরে সংগঠনটির উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে চাল, ডাল, তেল, আটাসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন তারা।

সংগঠনের পক্ষ থেকে এ সময় শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কুনাল মুখার্জী এবং পঙ্গু হাসপাতালের সাবেক যুগ্ম মহাপরিচালক ডা. তরিৎ কুমার সাহাসহ অন্যরা উপস্থিত ছিলেন।  

এ সময় সংক্ষিপ্ত এক পথসভায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে স্থানীয় ধর্নাঢ্য ব্যক্তি, রাজনীতিবিদ ও প্রশাসনকে এগিয়ে আসার আহবান জানান তারা। তারা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে বসবাস করার আহবান জানান। এর আগে তারা ক্ষতিগ্রস্ত এলাকাটি ঘুরে দেখেন।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।