ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে সেতুর নিচে নারীর মর‌দেহ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
বরিশালে সেতুর নিচে নারীর মর‌দেহ  মর‌দেহ উদ্ধার, ময়নাতদন্ত, অজ্ঞাতপরিচয়, বরিশাল

বরিশাল: বরিশাল নগ‌রের ২৪ নম্বর ওয়ার্ড এলাকায় একটি সেতুর নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (২৩) মর‌দেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. লোকমান হোসেন বাংলানিউজকে জানান, ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থল থেকে এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ব্রিজের ওপর থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন।  

মর‌দে‌হের হাতে আমরা একটি স্বর্ণের আন্টি ও ওড়নায় ৫০০ টাকা পেয়েছি। মর‌দেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মর্গের প্রতিবেদন দেখে বিস্তারিত জানা যাবে।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ন‌ভেম্বর ২১, ২০২১
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।