ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় আত্মহত্যা! 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় আত্মহত্যা!  প্রতীকী ছবি

বরিশাল: বরিশালের বাবুগঞ্জে মুন্নি আক্তার (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  

ঈশ্বর নারায়ণ মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নেয় মুন্নি আক্তার।

সে খলিল হাওলাদার ও লেবানন প্রবাসী মনোয়ারা বেগম দম্পত্তির সন্তান।  

রোববার (২১ নভেম্বর) সকালে উপজেলার দেহেরগতি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নানা ইঙ্গুল আলী খানের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

মুন্নির মামা মামুন বলেন, শনিবার রাতের খাবার খেয়ে সাড়ে ১০টার দিকে মুন্নি নিজের রুমে ঘুমাতে যায়। সকালে তার নানা ইঙ্গুল আলী খান নামাজ আদায় করতে উঠে মুন্নিকে বিছানায় দেখতে না পেয়ে বাইরে খোঁজ করেন। কিছুক্ষণ পর ঘর থেকে ১০০ গজ দূরে একটি আম গাছের ডালের সঙ্গে মুন্নিকে ওড়না পেঁচিয়ে ঝুলতে দেখে চিৎকার শুরু করেন।  

তিনি আরও বলেন, চিৎকার শুনে বাড়ির সবাই ছুটে এসে মুন্নিকে গাছের ডাল থেকে উদ্ধার করে নিচে নামায়। পরে পুলিশ এসে ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মুন্নি আক্তার মাধবপাশা চন্দ্রদীপ হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের একজন এসএসসি পরীক্ষার্থী। সে প্রথম পরীক্ষায় ৩০ মিনিট দেরিতে কেন্দ্রে প্রবেশ করে। ফলে তার পরীক্ষা খারাপ হয়। ধারণা করা হচ্ছে, প্রথম পরীক্ষা খারাপ হওয়ায় হতাশায় ভগছিল সে। হয়তো সেই হতাশা থেকেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে ওই এসএসসি পরীক্ষার্থী।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, প্রাথমিকভাবে পরিবারের সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে, প্রথম পরীক্ষা খারাপ হওয়ায় সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে এর বাইরে কোনো ঘটনা আছে কি না, তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে।

উল্লেখ্য, ৩ বছর বয়সে বাবার সঙ্গে মায়ের ডিভোর্স হয়ে গেলে মুন্নি আক্তার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে নানাবাড়িতে থেকে বড় হয়। সেখানে থেকেই মুন্নি আক্তার এসএসসি পরীক্ষায় অংশ নেয়।  

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, ন‌ভেম্বর ২১, ২০২১
এমএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।