ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
সুনামগঞ্জে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট বাস ধর্মঘট

সুনামগঞ্জ: শ্রমিক ফেডারেশনের নেতাদের নামে দায়ের কার মামলা প্রত্যাহার, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের হয়রানি বন্ধ, মেয়াদোত্তীর্ণ সেতু থেকে টোল আদায় বন্ধসহ ৫ দফা দাবি আদায়ে সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট চলছে। ফলে সিলেট বিভাগে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকে সোমবার (২২ নভেম্বর) সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়।  

শহরের বাস স্টেশনগুলোতে গিয়ে দেখা যায়, ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাসস্টেশনে সব ধরনের বাস চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকরা। বাসগুলো সারিবদ্ধ করে রেখে চালক হেলপাররা চলে গেছেন। এতে করে সুনামগঞ্জ থেকে সিলেটগামী যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে।  

সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল করিম বাংলানিউজকে বলেন, ৫ দফা দাবি আদায়ের জন্য সুনামগঞ্জে সকাল থেকে ধর্মঘট চলছে। শ্রমিকদের দাবি মানা না হলে অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে এই ধর্মঘট।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।