ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুর পৌরসভায় ৩৪ কর্মীর পদে কাজ করছেন ৪১৯ জন!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
সৈয়দপুর পৌরসভায় ৩৪ কর্মীর পদে কাজ করছেন ৪১৯ জন!

নীলফামারী: নীলফামারীর প্রথম শ্রেণির সৈয়দপুর পৌরসভায় ৩৪ কর্মীর পদ থাকলেও এখানে কাজ করছেন ৪১৯ জন। এজন্য বাড়তি কর্মচারী ছাঁটাই করার নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

৩৪ জন কর্মচারী রেখে বাকিদের সরিয়ে দিতে বলা হলেও এখনো সেটি কার্যকর হয়নি।  

সৈয়দপুর পৌরসভায় নির্ধারিত কর্মকর্তা-কর্মচারীর স্থলে নিয়োগ দেওয়া হয়েছে কয়েকগুণ বেশি। গত ১৬ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় বাড়তি কর্মচারী বাদ দেওয়ার নির্দেশনা দেয়। সেটি গত এক সপ্তাহে কার্যকর হয়নি।  

চিঠিতে বলা হয়েছে, সৈয়দপুর পৌরসভায় জনবল কাঠামোতে সর্বমোট ৩৪ জন কর্মকর্তা-কর্মচারীর পদ থাকলেও বর্তমানে সেখানে কর্মরত রয়েছেন চুক্তিভিত্তিকসহ ৪১৯ জন কর্মকর্তা-কর্মচারী। ৩৪ জনকে রেখে বাকি কর্মচারীদের অবিলম্বে ছাঁটাইয়ের নির্দেশনা দেওয়া হলেও এখনো তা কার্যকর হয়নি।

সৈয়দপুর পৌরসভার সূত্র জানায়, মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নে কাজ শুরু করেছে পৌর পরিষদ।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।