ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বিএনপির অর্ধ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
বিএনপির অর্ধ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির অর্ধ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- সরিষাবাড়ী পৌর বিএনপির সাধারন সম্পাদক আশরাফ ফকির ও বিএনপি কর্মী সুলতান মিয়া।

নাশকতা সৃষ্টির অভিযোগ তুলে এস আই মোর্শেদ আলম বাদী হয়ে সোমবার (২২ নভেম্বর) সরিষাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন।

পৌর বিএনপির সহসভাপতি গোলাম রব্বানি লিকুকে প্রধান করে মামলায় ১৮ জনের নামোল্লেখ ও অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করা হয়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রকিবুল হক জানান, বিস্ফোরক, সরকারি কাজে বাধা, হত্যার হুমকি ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে এ মামলা করা হয়েছে। দুইজনকে আটক করা হয়েছে, বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

এদিকে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম অভিযোগ করেন, রোববার সন্ধ্যায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য আরামনগরস্থ দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে পুলিশ সেখানে এসে ছত্রভঙ্গ করে দেয়। একইসময় আওয়ামী লীগের একটি অংশ মিছিল নিয়ে আরামনগর বাজারে ঢুকলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ বিএনপির কার্যালয়ে ঢুকে চেয়ার, মাইক ও ৬টি মোটরসাইকেল জব্দ করে নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।