ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ট্রাকের ধাক্কায় আহত কিশোরীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
রাজধানীতে ট্রাকের ধাক্কায় আহত কিশোরীর মৃত্যু প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বাড্ডা গোদারাঘাট এলাকায় ট্রাকের ধাক্কায় আহত স্বপ্না (১২) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত স্বপ্নার মা রত্না আক্তার জানান, তারা গোদারাঘাট এলাকাতে থাকেন। বাসে হকারি করতো স্বপ্না। বুধবার দিবাগত রাতে গোদারাঘাট পুলিশ বক্সের সামনের রাস্তায় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। আহত অবস্থায় তাকে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। তবে সেখান থেকে তাকে পাঠিয়ে দেওয়া হয় পঙ্গু হাসপাতালে। চিকিৎসার খরচ না থাকায় তাকে গোদারাঘাট এলাকায় নিয়ে যায় তারা। সর্বশেষ শুক্রবার রাতে আবার তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, তারা ভবঘুরে প্রকৃতির। ঘটনাটি বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে। তারা এ ব্যাপারে ব্যবস্থা নেবে।

বাংলাদেশ সময়: ০৮৩৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
এজেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।