ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

খালে মিললো নিখোঁজ বৃদ্ধের মরদেহ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
খালে মিললো নিখোঁজ বৃদ্ধের মরদেহ  আমীর শেখ

খুলনা: খুলনায় নিখোঁজের তিনদিন পর আমীর শেখ (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

শুক্রবার (২৬ নভেম্বর) বটিয়াঘাটা উপজেলার আমিরপুর এলকার নারায়ণখালীর একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাতনি ময়না খাতুন জানান, ২৩ নভেম্বর বিকেলে আছরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হন আমীর শেখ। এরপর তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা সম্ভাব্য সবস্থানে খোঁজ নেন। না পেয়ে ওই দিনেই হরিণটানা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী জামিলা বেগম। মামলা নম্বর ১১৪৫।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, আমীর শেখকে নিখোঁজ হওয়ার দিনেও বিকেলে বাজারে দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। শুক্রবার আমীরপুর এলাকার নারায়নখালীর একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। পরে বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয় মরদেহ। থানা থেকে মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুলে হস্তান্তরের আগেই পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন। এ ব্যাপারে বটিয়াঘাটা থানায় একটি অপমৃত্যু মামলাও হয়েছে বলে তিনি জানিয়েছেন।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল জানান, মরদেহ নৌপুলিশ উদ্ধার করেছে। তারাই এ বিষয়টি তদন্ত করবেন।

নৌপুলিশ জানায়, বটিয়াঘাটা নারায়নখালী খাল থেকে আমীর শেখের মরদেহ উদ্ধার করা হয়েছে। তখন তার দেহে আঘাতের চিহ্ন ছিল। নৌপুলিশের পক্ষ হতে বটিয়াঘাটা থানায় অপমৃত্যুর জিডি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
এমআরএম/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।