ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে বস্তিতে আগুন, পুড়লো ৫ শতাধিক ঘর 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
টঙ্গীতে বস্তিতে আগুন, পুড়লো ৫ শতাধিক ঘর  টঙ্গীতে বস্তিতে আগুন, পুড়লো ৫ শতাধিক ঘর 

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর এক বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচ শতাধিক ঘর পুড়ে গেছে।

 

শনিবার (২৭ নভেম্বর) ভোরের দিকে টঙ্গীর সেনাকল্যাণ ভবনের পাশে মাজার বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক দিনমনি শর্মা জানান, টঙ্গী ঝিলের ওপর সরকারি জায়গায় গড়ে ওঠা মাজার বস্তিতে শনিবার ভোরে আগুন লাগে। খবর পেয়ে গাজীপুরের টঙ্গী, ঢাকার কুর্মিটোলা ও উত্তরার ফায়ার স্টেশনের নয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে দুই ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।  

জানা গেছে, মশার কয়েল থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বস্তির ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার ছিল। আগুনের তাপে গ্যাস সিলিন্ডারগুলো পাইপ লিকেজ হয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। আগুনে ছোট ছোট কম বেশি পাঁচশ টং ঘর এবং ঘরে থাকা মালামাল পুড়ে গেছে। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
আরএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।