ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

জাতীয় সংসদের ১৫তম অধিবেশন সমাপ্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
জাতীয় সংসদের ১৫তম অধিবেশন সমাপ্ত

ঢাকা: একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন শেষ হয়েছে। রোববার (২৮ নভেম্বর) দুপুরে এ অধিবেশন সমাপ্তি সম্পর্কে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আদেশ পড়ে শোনান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এর পর তিনি অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। এ অধিবেশন মোট নয় কার্যদিবস চলে।

গত ১৪ নভেম্বর সংসদের এ অধিবেশন শুরু হয়েছিল। অধিবেশনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। গত ২৪ নভেম্বর আলোচনার শুরুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্মারক বক্তৃতা দেন। এর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ আলোচনার প্রস্তাব উপস্থাপন করেন। ২৪ ও ২৫ নভেম্বর এ বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। এর আগে ইউনেস্কো কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আন্তর্জাতিক পুরস্কার ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর দ্য ক্রিয়েটিভ ইকোনোমিকস’ প্রবর্তন করায় সংস্থাটিকে ধন্যবাদ জানিয়ে কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধিতে সাধারণ আলোচনা হয়।

সংসদের এ অধিবেশনে নয়টি বিল উত্থাপন হয়েছে। অধিবেশনে পাস করা হয়েছে ০টি বিল।

অধিবেশন শেষ করার আগে ১৯৭০ সালের নির্বাচনের বিজয়ের পর ৩ জানুয়ারি তৎকালীন রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ভাষণের ভিডিও চিত্র অধিবেশন কক্ষের স্ক্রিনে দেখানো হয়।

বাংলাদেশে সময়: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
এসকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।