ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে ৫ কোটি টাকার আইসসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
টেকনাফে ৫ কোটি টাকার আইসসহ আটক ১

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে এক কেজি পরিমাণ আইস (ক্রিস্টাল মেথ)সহ মোহাম্মদ রফিক মিয়া (৩৭) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

রোববার (২৯ নভেম্বর) বিকেলে বিজিবির পক্ষ থেকে এ অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে শনিবার (২৭ নভেম্বর) দিনগত রাতে উপজেলার হ্নীলার দমদমিয়া জালিয়ার দ্বীপ এলাকা থেকে মাদকের চালানসহ ওই যুবককে আটক করা হয়।  রফিক উপজেলার হ্নীলা ইউনিয়নের নোয়াপাড়া জেলেপাড়ার বাসিন্দা।

বিজিবি সূত্রে জানায়, মাদকদ্রব্য পাচারের খবর পেয়ে টেকনাফের দমদমিয়া সীমান্ত ফাঁড়ির বিজিবির একটি টহল দল অভিযানে যায়। দলটি স্পিডবোটে নাফ নদীতে অবস্থান নেয়। এ সময় ডিঙি নৌকায় মাদকদ্রব্য নিয়ে মাদককারবারিরা নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে একজন বাদে সবাই পালিয়ে যান। পরে ওই নৌকা থেকে এক মাদককারবারিকে আটক করা হয়। এ সময় নৌকায় তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে পাঁচ কোটি টাকা মূল্যের এক কেজি আইস উদ্ধার করা হয়।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, আইসসহ আটককে টেকনাফ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্তের নামে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
এসবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।