ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ধর্ষণচেষ্টার দায়ে মানিকগঞ্জে এক ব্যক্তির কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
ধর্ষণচেষ্টার দায়ে মানিকগঞ্জে এক ব্যক্তির কারাদণ্ড

মানিকগঞ্জ: ধর্ষণচেষ্টা মামলায় মানিকগঞ্জে দেলোয়ার হোসেন (৬০) নামে এক আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

আসামি উপস্থিতিতে রোববার (২৮ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম তানিয়া কামাল এ রায় দেন।  

ট্রাইব্যুনালটির সরকারি কৌঁসুলি (পিপি) নূরুল হুদা রুবেল বাংলানিউজকে জানান, ২০১৪ সালে ০১ জুন জেলার হরিরামপুর উপজেলা কোকরহাটি গ্রামে ঘরে একা পেয়ে একটি শিশুকে (৯) ধর্ষণচেস্টা চালায় দেলোয়ার। সে সময় শিশুটি চিৎকার দিলে সেখান থেকে দৌঁড়ে পালিয়ে যায় ওই ব্যক্তি। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ধর্ষণচেস্টার ঘটনার চার মাস পর শিশুটি মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করে। এ মামলায় মোট ছয় জনের সাক্ষ্য নেওয়া শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় রোববার এ রায় দেন বিচারক।
 
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।