ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে কৃষক লীগের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
ফরিদপুরে কৃষক লীগের বিক্ষোভ ফরিদপুরে কৃষক লীগের বিক্ষোভ

ফরিদপুর: ফরিদপুরে কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার দাশ লক্ষণের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ করে কৃষক লীগ।

কৃষক লীগের সভাপতি শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মানবাধিকার কমিশনের সহ অর্থ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল, জেলা কৃষক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোতালেব মুন্সি, শহর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য কাবুল খান, জেলা মানবাধিকার কমিশনের সহ-দপ্তর সম্পাদক গোপাল মজুমদার, আঞ্চলিক মানবাধিকার কমিশনের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ প্রমুখ।

সভায় বক্তারা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার দাশ লক্ষণের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।