ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
নওগাঁয় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

নওগাঁ: নওগাঁর মান্দায় পুকুরের পানিতে ডুবে মেহেদী হাসান (৫) এবং রিয়াদ হোসেন (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার কুসুম্বা ইউনিয়নের কীর্ত্তলী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে কীর্ত্তলী গ্রামের আব্দুল মান্নানের ছেলে মেহেদী এবং রাব্বীর ছেলে রিয়াদ সবার অগোচরে বাড়ির পাশে একটি পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর একপর্যায়ে পুকুরের পানি থেকে তাদেরকে উদ্ধার করা হয়। এরপর মান্দা উপজেলা কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।