ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ভাষাসৈনিক গোলাম হাসনায়েন আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২১
ভাষাসৈনিক গোলাম হাসনায়েন আর নেই

পাবনা: একুশে পদকে ভূষিত ভাষাসৈনিক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট গোলাম হাসনায়েন নান্নু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (০৪ ডিসেম্বর) ভোরে পাবনা শহরের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট গোলাম হাসনায়েনের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন বাদ আছর বিকেল সাড়ে ৪টায় স্থানীয় ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অ্যাডভোকেট গোলাম হাসনায়েনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার এবং জানাজা শেষে তাকে আরিফপুর কবরস্থানে দাফন করা হবে।

অ্যাডভোকেট গোলাম হাসনায়েন বৃহত্তর পাবনার উল্লাপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি পাবনা জেলা বারের জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন। একাধিকবার জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আইনজীবী হিসেবে ভূমিকা রেখেছেন আগরতলা ষড়যন্ত্র মামলায়।

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর গোলাম হাসনায়েন ছাত্রলীগের সঙ্গে যুক্ত হয়ে রাজনীতি শুরু করেন। তিনি সিরাজগঞ্জ মহকুমা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং পরবর্তীকালে জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

১৯৭০ সালের জাতীয় নির্বাচনে তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে উল্লাপাড়া আসন থেকে সদস্য (এমসিএ) নির্বাচিত হন তিনি। মুক্তিযুদ্ধের পরে ১৯৭২ সালে দেশের প্রথম সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ২০২১ সালে সরকার তাকে একুশে পদকে ভূষিত করে।

অ্যাডভোকেট গোলাম হাসনায়েনের মৃত্যুতে পাবনার মুক্তিযোদ্ধা, আইনজীবী, জেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, কৃষকলীগ, জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরাসহ সামাজিক বিভিন্ন সংগঠনের প্রতিনিধি শোক জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।