ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পাবজি খেলতে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২১
পাবজি খেলতে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

কুমিল্লা: পাবজি খেলতে না দেয়ায় কুমিল্লায় শুভ মজুমদার (১২) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।  

শনিবার (০৩ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে নগরীর ঠাকুরপাড়া এলাকার মদিনা মসজিদ সংলগ্ন প্রভালয় নিবাসে এ ঘটনা ঘটে।

শুভ কান্দিরপাড় এলাকার চমক টেইলার্সের মালিক মলয় মজুমদারের ছেলে। সে কুমিল্লা মডার্ন হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

জানা যায়, শুভ পাবজি ও ফ্রি-ফায়ার গেমস খেলতো। কিন্তু তার মা তাকে মোবাইল দিতে চাইতো না। শনিবার দুপুরেও শুভ তার মায়ের কাছে মোবাইল চায়। কিন্তু মোবাইল না দেয়ায় সে ঘরের দরজা বন্ধ করে কান্নাকাটি শুরু করে। এক পর্যায়ে সে পাখার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ধারণা করা হচ্ছে, সে ওয়ারড্রবের ওপর উঠে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে স্বজনরা জানালা দিয়ে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম বাংলানিউজকে বলেন, শুভ নামে এক কিশোরের আত্মহত্যার কথা শুনেছি। আমাদের ফোর্স সেখানে আছে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।