ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

তেঁতুলিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২১
তেঁতুলিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত প্রতীকী ছবি

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার খয়খাটপাড়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় জবেদা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে বাংলাবান্ধা-পঞ্চগড় জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জবেদা একই এলাকার ইসমাইল হোসেনের স্ত্রী।

জানা গেছে, ওই মহাসড়কের পাশে বাড়ি হওয়ায় বিকেলে প্রয়োজনীয় কাজে রাস্তা পার হচ্ছিলেন জবেদা বেগম। এ সময় বাংলাবান্ধা থেকে তেঁতুলিয়াগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই ওই বৃদ্ধার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক চালককে আটক ও মোটরসাইকেলটি জব্দ করেছে স্থানীয়রা।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম খান বাংলানিউজকে জানান, নিহত বৃদ্ধার মরদেহের প্রাথমিক সূরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় সড়ক দুর্ঘটনা আইনে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।