ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নগরকান্দায় দুস্থদের মধ্যে ছাগল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
নগরকান্দায় দুস্থদের মধ্যে ছাগল বিতরণ দুস্থদের মধ্যে ছাগল বিতরণ করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

ফরিদপুর: বেসরকারি প্রতিষ্ঠান পথকলি সংস্থার উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ফরিদপুরের নগরকান্দা উপজেলায় দুস্থদের মধ্যে ৩৮টি ছাগল বিতরণ করা হয়েছে।

রোববার (৫ ডিসেম্বর) দুপুরে দুস্থ ১৭ জন নারীকে এ ছাগল বিতরণ করা হয়।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেতী প্রুর সভাপতিত্বে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাইফুল কবির।  

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকতা ডা. নুরুল্লা মো. আহসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ, তালমা ইউনিয়ন পরিষদের নতুন চেয়ারম্যান মো. কামাল মিয়া, পথকলি সংস্থার পরিচালনা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোটকে শিপ্রা গোস্বামী, তালমা নাজিমউদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুউজ্জামান চৌধুরী মুন্নু, পথকলি সংস্থার নির্বাহী পরিচালক মো. বিলায়েত হোসেন।  

এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন, সপ্তগ্রাম নারী স্ব-নির্ভর পরিষদের পরিচালক প্রশাসন কাজী সিরাজুল ইসলাম, পথকলি সংস্থার মনিটরিং কর্মকর্তা আল মামুন সিদ্দিকী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।