ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নৌকার মনোনয়ন পাওয়ায় বোমা ফাটিয়ে উল্লাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২১
নৌকার মনোনয়ন পাওয়ায় বোমা ফাটিয়ে উল্লাস

রাজবাড়ী: আসন্ন ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নে নৌকা প্রতীক পাওয়ায় চেয়ারম্যানের ছেলেসহ কর্মী-সমর্থকদের বিরুদ্ধে বোমা ফাটিয়ে আনন্দ উল্লাসের অভিযোগ উঠেছে।  

এ ঘটনায় অভিযান পরিচালনা করে তিনটি হাত বোমাসহ চেয়ারম্যানের ছেলে ও এক কর্মীকে আটক করেছে পাংশা মডেল থানা পুলিশ।

 

শনিবার (৪ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে থানা এলাকার হাবাসপুর ইউনিয়ন ও মৌরাট ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মৌরাট ইউনিয়নের চেয়ারম্যান ও ৫ম ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাবিবুর প্রামাণিকের ছেলে শামিম প্রামাণিক (৩৬) ও একই এলাকার মো. ইসলাম মণ্ডলের ছেলে মো. জালাল মণ্ডল (৩০)।  

এ বিষয়ে মৌরাট ইউনিয়নের চেয়ারম্যান ও নৌকার প্রার্থী হাবিবুর রহমান বলেন, আমি নৌকার মনোনয়ন পাওয়ার পর আমার কর্মী সমর্থকরা আনন্দ উল্লাস করে। এ সময় তারা দুই একটি পটকা ফুটিয়েছে। কিন্তু সেটা কোনো বোমা নয়। তাছাড়া ওই সময় আমি ঢাকায় ছিলাম। ষড়যন্ত্র করে আমার ছেলেকে ফাঁসানো হয়েছে।

পাংশা মডেল থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা রয়েছে। রোববার আসামিদের রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।