ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

উপবৃত্তির অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২১
উপবৃত্তির অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান উপবৃত্তির অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান

ঢাকা: পটুয়াখালীর লাউকাঠী উপজেলার বুলবুলিয়া হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (০৬ ডিসেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বুলবুলিয়া হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালীর উপপরিচালক মো. নাজমুল হুসাইনের নেতৃত্বে সোমবার একটি অভিযান পরিচালনা করে এনফোর্সমেন্ট টিম।  

দুদক টিম সরেজমিনে উপজেলা শিক্ষা অফিস পরিদর্শন করে। এসময় উপজেলা শিক্ষা অফিসারের সঙ্গে এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করে এবং উপবৃত্তির বরাদ্দের তালিকা সংগ্রহ করে। পরে দুদক টিম স্কুল পরিদর্শন করে এবং অভিযুক্ত শিক্ষকের সঙ্গে কথা বলে ও সংশ্লিষ্ট বিষয়ে বেশকিছু নথিপত্র সংগ্রহ করে। তাৎক্ষণিকভাবে প্রাপ্ত ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থবছরে নথিতে উক্ত শিক্ষার্থীর নামে উপবৃত্তির টাকা একটি বিকাশ নম্বরে পাঠানোর প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বর্তমানে সেই নম্বরটি বন্ধ আছে। এই নম্বরটি যাচাইয়ের জন্য তথ্য প্রযুক্তির সহায়তা প্রয়োজন বিধায় এ প্রসঙ্গে বিস্তারিত অনুসন্ধানের সুপারিশসহ প্রতিবেদন দাখিল করবে দুদক এনফোর্সমেন্ট টিম।  

এদিকে গফরগাঁওয়ের বামুনখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির সঙ্গে যোগসাজশে ঘুষের বিনিময়ে ভুয়া শিক্ষাগত সনদপত্র সৃজনপূর্বক শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহের উপপরিচালক মো. ইকবাল হোসেনের নেতৃত্বে সোমবার অপর একটি অভিযান পরিচালনা করেছে এনফোর্সমেন্ট টিম। দুদক টিম সরেজমিনে উপজেলা শিক্ষা অফিস ও স্কুল পরিদর্শন করে। স্কুল বন্ধ থাকায় এবং প্রধান শিক্ষক অসুস্থ থাকায় তাৎক্ষণিকভাবে হাজিরাখাতা দেখাতে পারেনি স্কুল কর্তৃপক্ষ। তবে এই নামে কোনো শিক্ষক এখানে নেই বলে প্রধান শিক্ষক দুদক টিমকে জানান। পরবর্তীতে অভিযোগ সংক্রান্ত নথিপত্র সংগ্রহপূর্বক তা যাচাই-বাছাই করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে দুদক এনফোর্সমেন্ট টিম।

এছাড়া দুদক অভিযোগ কেন্দ্রে আসা অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে জানানোর জন্য তিনটি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট থেকে চিঠি পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২১
এসএমএকে/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।