ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মুরাদের অসৌজন্যমূলক অডিও সরাবে বিটিআরসি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২১
মুরাদের অসৌজন্যমূলক অডিও সরাবে বিটিআরসি মুরাদ হাসান

ঢাকা: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘তথ্য প্রতিমন্ত্রী’ মুরাদ হাসানের অসৌজন্যমূলক ও বিতর্কিত অডিও সরানোর বিষয়ে ব্যবস্থা নেবে বিটিআরসি।

বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র মঙ্গলবার বাংলানিউজকে এতথ্য জানিয়েছেন।

 

তিনি বলেন, আদালতের নির্দেশ হাতে পাওয়া মাত্র আমরা ব্যবস্থা নেব।

এর আগে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের মৌখিক আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২১ 
এমআইএইচ/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।