ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মোল্লাহাটে নবদম্পতির আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২১
মোল্লাহাটে নবদম্পতির আত্মহত্যা

বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাটে নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জনি ও নাহিদা নামে এক নবদম্পতি।  

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে মোল্লাহাট উপজেলার চর-গাড়ফা গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- মোল্লাহাট উপজেলার চর-গাড়ফা গ্রামের কালাম শেখের ছেলে জনি শেখ (২২) ও তার স্ত্রী একই উপজেলার শারুলিয়া গ্রামের হাফিজুর রহমানের মেয়ে নাহদিা আক্তার (১৮)। দুই মাস আগে ভালোবেসে বিয়ে করেন তারা।

স্থানীয়রা জানায়, সকালে নিজ বসতঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই দম্পতিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা নব দম্পতির মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করছেন। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ওসি আরও বলেন, আত্মহননকারী নব দম্পতি ভালোবেসে বিয়ে করেছিলেন। কিন্তু কেন তারা আত্মহত্যা করলেন এ বিষয়ে দুই পরিবারের কেউ কিছু জানাতে পারেননি।
 
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।