ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নারী গ্রাম পুলিশকে শ্লীলতাহানি, ইউপি সচিবের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২১
নারী গ্রাম পুলিশকে শ্লীলতাহানি, ইউপি সচিবের কারাদণ্ড

টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে নারী গ্রাম পুলিশকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে কালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব মোশারফ হোসেনকে (৪৫) এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী এ দণ্ডাদেশ দেন।

আদালত সূত্র জানায়, বিকেলে কালিয়া ইউপির সচিব মোশারফ হোসেন এক নারী গ্রাম পুলিশকে পরিষদের দোতলার একটি কক্ষ পরিষ্কার করতে পাঠান। পরে সচিব মোশারফ হোসেন সেখানে গিয়ে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করেন।

এক পর্যায়ে ওই নারী দৌড়ে নিচে নেমে বিষয়টি চেয়ারম্যান কামরুল হাসানসহ উপস্থিত সবাইকে জানান। পরে চেয়ারম্যান তাৎক্ষণিক বিষয়টি ইউএনওকে অবহিত করেন। তিনি সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই সচিবকে এক বছরের কারাদণ্ড দেন।

এ বিষয়ে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী বলেন, অভিযোগের সত্যতা পাওয়ায় সচিব মোশারফ হোসেনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।