ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ঢামেকে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২১
ঢামেকে নির্মাণ শ্রমিকের মৃত্যু ...

ঢাকা: রাজধানীর পলাশীর মোড়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে বাবু (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন সকাল ১১টায় তার মৃত্যু হয়। তার বাড়ি বগুড়া জেলায়। পলাশী মোড়ে নির্মাণাধীন ভবনটিতেই থাকতো সে।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী মারুফ হোসেন জানান, দীর্ঘ দেড় মাস ধরে বাবু নির্মাণাধীন ১১ তলা ভবনটিতে রাজমিস্ত্রীর সহযোগী হিসেবে কাজ করছিল। সকালে ভবনের নিচ থেকে বাকেটে করে উপরে মালামাল তোলা হচ্ছিল। তবে বাকেটটি পাঁচতলায় রডের সঙ্গে আটকে গেলে বাবু সেটি ছাড়াতে যায়। সেখান থেকে পা পিছলে নিচে পড়ে যায় সে। গুরুতর আহত হয় পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২১
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।