ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রায় যেন স্বল্প সময়ে কার্যকর হয়: বুয়েট ভিসি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২১
রায় যেন স্বল্প সময়ে কার্যকর হয়: বুয়েট ভিসি রায় যেন স্বল্প সময়ে কার্যকর হয়: বুয়েট ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়: আবরার ফাহাদ হত্যার রায় যেন স্বল্প সময়ে কার্যকর হয় সে আশাবাদ ব্যক্ত করেছেন বুয়েটের বর্তমান উপাচার্য অধ্যাপক সত্য প্রাসাদ মজুদার।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে বুয়েটে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আমাদের ছাত্র-ছাত্রীদের মনে রাখতে হবে, যদি কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হয় তাহলে তাকে সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হবে। আমরা সবাই চেয়েছিলাম সর্বোচ্চ শাস্তি, সেটাই হয়েছে। এখন আমাদের চাওয়া, এ রায় যেন স্বল্প সময়ে কার্যকর হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২১
এসকেবি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।