ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

দেশে মানবাধিকার মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
দেশে মানবাধিকার মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি ছবি: শাকিল আহমেদ

ঢাকা: বাংলাদেশে মানবাধিকারের চর্চা খুবই নগন্য। তাই দেশে মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মানবাধিকার মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছে কযেকটি সংগঠন।

শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে 'বিশ্ব মানবাধিকার দিবস' উপলক্ষে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানায় মানবাধিকার প্রতিষ্ঠায় নিয়োজিত বেশ কয়েকটি সংগঠন।

দিবসটি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে আযোজিত মানববন্ধনে বাংলাদেশ মানবাধিকার ফেডারেশন, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল, জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটা জার্নালস্ট সোসাইটি এবং সচেতন হিজড়া অধিকার সংঘ অংশ নেয়।

মানববন্ধনে সংগঠনগুলোর বক্তারা বলেন, একটি দেশে মানবাধিকার থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশের তার চর্চা খুবই নগন্য। প্রতিটি ক্ষেত্রেই মানবাধিকার লঙঘন হচ্ছে। দেশে মানবাধিকার প্রতিষ্ঠা হলেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, বাকস্বাধীনতা প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমাদের দেশে এখনও পুরোপুরিভাবে মানবাধিকার প্রতিষ্ঠা পায়নি। তাই সঠিক মানবাধিকার প্রতিষ্ঠার জন্য দেশে একটি মানবাধিকার মন্ত্রণালয় গঠনের দাবি জানাচ্ছি। আমাদের সংবিধানে মানবাধিকার প্রতিষ্ঠাকে বিশেষ ভাবে গুরুত্ব দিয়েছে। বর্তমানে বাংলাদেশসহ গোটা বিশ্বে সকল জায়গায় কোথাও না কোথাও মানবাধিকারের চরম আকারে লঙ্ঘন হচ্ছে।

মানুষের মৌলিক পাঁচটি অধিকার, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানসহ সামাজিক নিরাপত্তা মানুষের জন্মগত অধিকার উল্লেখ করে বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণের মাত্রা বেড়েছে। এর প্রতিকারে সকল শ্রেণির, দল, মত, বর্ণ ও ধর্ম নির্বিশেষে মানুষকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

নয়তো মানবাধিকার লঙ্ঘনের মাত্রা আরও বেড়ে যাবে। সবাইকে যার যার জায়গা থেকে সঠিক মানবাধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে দেশবাসিকে আহ্বান জানানো হয়।
বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১ 
এসজেএ/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।