ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

আলমডাঙ্গায় পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
আলমডাঙ্গায় পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার  

চুয়াডাঙ্গা: আলমডাঙ্গার মাদারহুদায় পুকুর থেকে মরিয়ম (৮) নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকালে বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ হয়।

এরপর ওই দিন সন্ধ্যায় পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরিয়ম ওই গ্রামের খাইরুল ইসলামের মেয়ে।

বাবা খাইরুল ইসলাম বাংলানিউজকে জানান, মরিয়ম বাড়ির পাশে খেলা করছিল। সকাল ১০টার দিকে প্রতিবেশী মনিরউদ্দিনের মেয়ে রিয়া (১৪) তার মেয়েকে ডেকে নিয়ে যায়। এরপর দীর্ঘ সময় মরিয়ম বাড়ি না ফিরলে আমরা সবাই তাকে খোঁজাখুঁজি শুরু করি। কোথাও না পেয়ে গ্রামের মসজিদের মাইক দিয়ে তার খোঁজ করা হয়।  

সন্ধ্যার কিছু সময় আগে গ্রামের সুরত আলীর স্ত্রী আলিম উদ্দিনের পুকুরে গোসল করার সময় তার পায়ে মরিয়মের মরদেহ বাধে। খবর পেয়ে গ্রামের লোকজন পুকুর থেকে মরদেহ উদ্ধার করে। পরে তার কানে থাকা কানের দুল দেখতে না পেয়ে সন্দেহ হয়। ধারণা করা হচ্ছে কেউ পরিকল্পিতভাবে মরিয়মকে হত্যা করতে পারে।

এদিকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, গ্রামের ুসকলের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কেউ অভিযোগ করলে মামলা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।