ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
সিলেটে  ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১ নুরুল বক্স

সিলেট: সিলেট-ঢাকা মহাসড়কে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নুরুল বক্স (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে চালকের আসনে থাকা সাহেল বক্স।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার-রশিদপুরের মধ্যবর্তী আলীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নুরুল বক্স ও আহত সাহেল বক্স দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের টিলাপাড়া গ্রামের মৃত আকমল বক্সের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের পেছনের সিটে বসা নুরুল বক্স সড়কে ছিটকে পড়ে দ্রুতগামী ট্রাকের নিচে পিষ্ট হন। ঘটনায় আহত হন চালক সাহেল বক্স।

এসএমপির দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বাংলানিউজকে বলেন, খবর পেয়ে রাত ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
এনইউ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।