ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

জাতিসংঘের 'জনসেবা পদক' পাচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
জাতিসংঘের 'জনসেবা পদক' পাচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

ঢাকা: জাতিসংঘের জনসেবা পদক পাচ্ছে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন প্রতিমন্ত্রী।

তিনি লিখেছেন, সম্মানিত প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামীনের প্রতি পরম কৃতজ্ঞতা জানিয়ে আজ আপনাদের সঙ্গে একটি আনন্দের খবর শেয়ার করছি।

জাতিসংঘের জনসেবা পদক পাচ্ছে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এ প্রাপ্তি আমাদের জন্য সত্যিই আনন্দের।

ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচিতে (সিপিপি) নারীর ক্ষমতায়নে উদ্যোগের স্বীকৃতি হিসেবে ‘এসডিজি অর্জনে জেন্ডার-রেসপন্সিভ সেবা’ ক্যাটাগরিতে এই পদক দিচ্ছে জাতিসংঘ।

জনসেবায় অবদান রাখার জন্য অত্যন্ত মর্যাদা এবং সম্মানজনক এই ‘জাতিসংঘ জনসেবা পদক-২০২১’ প্রাপ্তি মানবতার জননী, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার সরকারের আরও একটি অনন্য অর্জন, বৈশ্বিক স্বীকৃতি।

১৯৭৩ সালে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি হাতে নিয়েছিলেন বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

আর তারই সুযোগ্য কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্যোগে জীবন ও সম্পদের ঝুঁকি-হ্রাসের ক্ষেত্রে দুর্যোগ ব্যবস্থাপনায় বর্তমানে বিশ্বে ‘রোল মডেল’ হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষে মহান বিজয়ের এই মাসে জনসেবায় শ্রেষ্ঠত্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি জাতিসংঘের এই পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড প্রাপ্তিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গভীর কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছে শেখ হাসিনাকে।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১ 
এমআইএইচ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।