ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব, যুবককে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব, যুবককে পিটিয়ে হত্যা রফিকুল ইসলাম

ময়মনসিংহ: ময়মনসিংহ সদরে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে রফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের পিতাসহ দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (১০ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার চর সিরতা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

রফিকুল ওই এলাকার আলী আকবরের ছেলে। তিনি পেশায় একজন মুদি দোকানী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি স্থানীয় একটি মসজিদ কমিটি ও মসজিদের জমি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব দেখা দেয়। ঘটনার দিন বেলা ১২টার দিকে রফিকুল নিজ দোকানে বেচাকেনা করছিলেন। এ সময় হঠাৎ প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। বিষয়টি দেখে রফিকুল ইসলামের বাবা আলী আকবর ও স্থানীয়রা এগিয়ে আসলে তাদেরও পিটিয়ে গুরুতর আহত করা হয়।

পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রফিকুল ইসলাম মারা যায়।

কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন এ তথ‍্য নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে কাজ করছি। তবে এখনও কাউকে আটক সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।