ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গাছে ঝুলছিল তরুণের মরদেহ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
গাছে ঝুলছিল তরুণের মরদেহ 

বরিশাল: গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় চন্দন মণ্ডল (১৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত চন্দন বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের চররমজানপুর গ্রামের মৃত অশোক কুমার মণ্ডলের ছেলে।

এ ঘটনায় শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন নিহতের বড় ভাই অমিত মণ্ডল।

মামলা ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত চন্দন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার দিনগত রাতে নিজ কক্ষে ঘুমাতে যান তিনি।  

শুক্রবার ভোরে তাকে শয়নকক্ষে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুজির একপর্যায়ে একই গ্রামের একটি বাগানে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় চন্দনের মরদেহ পাওয়া যায়।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।  

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
এমএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।