ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নানার বাড়ির সামনে পড়েছিল শিশুর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
নানার বাড়ির সামনে পড়েছিল শিশুর মরদেহ

বরগুনা: পারিবারিক কলহের জের ধরে হানিফ নামের ৭ মাসের ছেলেকে হত্যার অভিযোগ উঠেছে বাবা বিপ্লব প্যাদার বিরুদ্ধে।

শুক্রবার (১০ ডিসেম্বর) বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কেওয়াবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকা সূত্রে জানা গেছে, ৫ বছর আগে কুকুয়া ইউনিয়নের কেওয়াবুনিয়া গ্রামের বিপ্লব প্যাদার সঙ্গে একই ইউনিয়নের পূর্ব কেওয়াবুনিয়া গ্রামের হাবিব মাদবরের মেয়ে কুলসুম বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তারা দুজনেই ঢাকার জাজিরায় ইট ভাটার শ্রমিক হিসেবে কাজ করে আসছিল। ২০ দিন আগে বিপ্লব মারধর করে কুলসুমকে তার ৭ মাসের ছেলেকে নিয়ে কুলসুমের বাবার বাড়িতে পাঠিয়ে দিলে কুলসুম তার বাবার বাড়িতেই বসবাস করে আসছিল।

তবে বৃহস্পতিবার বিকালে বিপ্লব কুলসুমের বাবার বাড়িতে গিয়ে জোর করে কুলসুমের কাছ থেকে তার ছেলে হানিফকে নিয়ে আসে। শুক্রবার সকালে কুলসুমের বাবার বাড়ির সামনে শিশু হানিফের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে আমতলী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠান।

কুলসুম বেগম বলেন, আমাদের মধ্যের দাম্পত্য কলহের জেরে বিপ্লব জোর করে আমার ছেলেকে আমার কাছ থেকে নিয়ে হত্যা করেছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হানিফের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আমতলী থানায় একটি ইউডি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।