ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নিজ বাসায় ঢামেক উপপরিচালককে মারধর 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
নিজ বাসায় ঢামেক উপপরিচালককে মারধর 

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের উপপরিচালক (অর্থ স্টোর) ডা. খালেকুজ্জামানকে (৫৬) মারধর করা হয়েছে।  

রাজধানীর বড় মগবাজার এলাকায় নিজের বাসার গ্যারেজে গাড়ি পার্কিং নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তাকে মারধর করা হয়।

 

শুক্রবার (১০ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে বড় মগবাজার ওয়ারলেস গেটের বাসার পঞ্চম তলায় নিজের ফ্ল্যাটে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় খালেকুজ্জামানকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত খালেকুজ্জামান বলেন, অ্যাপার্টমেন্টের বেজমেন্টে আমার প্রাইভেটকার রাখি। দুপুরে ছয়তলার ফ্ল্যাটমালিক আশিক (৫০) বাসায় এসে আমার প্রাইভেটকার সরাতে বলেন। আমি প্রাইভেটকার সরাতে অস্বীকার করি। এ সময় বাকবিতণ্ডার একপর্যায়ে বাসার চেয়ার দিয়ে আমাকে পিটিয়ে আহত করেন তিনি।

খালেকুজ্জামানের শ্যালক ডা. বখতিয়ার আহমেদ বলেন, খবর পেয়ে মগবাজারের বাসায় গিয়ে আহত অবস্থায় দেখতে পাই খালেকুজ্জামানকে। বাসা থেকে হাতিরঝিল থানায় অভিযোগ দিয়ে হাসপাতালে আসি।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন বলেন, আহত খালেকুজ্জামান ঢামেক হাসপাতালের উপপরিচালকের দায়িত্বে আছেন। দুপুরে নিজ বাসায় তাকে মারধর করা হয়েছে। শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
এজেডএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।