ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রীবাহী ভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
যাত্রীবাহী ভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২ যাত্রীবাহী ভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২

দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যান চালক।

শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে উপজেলার সুজালপুর ইউনিয়নের চাকাই হিমাদ্রী কোল্ড স্টোরেজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঠাকুরগাঁও জেলার গড়েয়া হাট চন্ডিপুর গ্রামের গরু ব্যবসায়ী বাচ্চু মিয়া (৫০) ও ওই উপজেলার ভোগনগর ইউনিয়নের ধূলাউড়ির গ্রামের কফিনের ছেলে আব্দুল বাসেদ (৬০)। আহত ভ্যান চালক আলতাফুর (৩০) একই গ্রামের মনির হোসেনের ছেলে। তিনি বীরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, যাত্রী নিয়ে ব্যাটারি চালিত ভ্যানটি বীরগঞ্জ শহরে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে ট্রাকটি ভ্যানের পেছন থেকে সজোরে ধাক্কা দেওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

দশমাইল হাইওয়ে পুলিশ স্টেশনের এসআই সফিউল ইসলাম জানান, নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পিয়াল এন্টারপ্রাইজের মালবাহী ঘাতক ট্রাকটিকে (যশোর ট-১১-৫০৩৮) আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।