ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে কাভার্ডভ্যান চাপায় পথচারী নিহত

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
ঈশ্বরদীতে কাভার্ডভ্যান চাপায় পথচারী নিহত

পাবনা (ঈশ্বরদী): ঈশ্বরদীতে কাভার্ডভ্যান চাপায় ফজলুর রহমান ফজলু শেখ (৬০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় নিহতের স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এর আগে, বেলা ১১টার দিকে পাবনা-নাটোর মহাসড়কের ঈশ্বরদীর মুলাডুলি রেলগেট  এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত পথচারী ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মৃত আবুল শেখের ছেলে।  

প্রতক্ষ্যদর্শীরা জানায়, শনিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে পাবনা-নাটোর মহাসড়কের মুলাডুলি রেলগেট এলাকায় রাস্তা অতিক্রম করার সময় বিপরীতদিক থেকে আসা একটি কাভার্ডভ্যান পথচারী ফজলু শেখকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। তখন কাভার্ডভ্যান রেখে চালক ও হেলপার পালিয়ে যান। খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।  

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল বাশার বাংলানিউজকে জানান, পাকশী হাইওয়ে পুলিশ কাভার্ডভ্যানসহ চালক ও হেলপারকে আটক করেছে। নিহত ফজলু শেখের পরিবারের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে দুর্ঘটনা আইনে নিয়মিত মামলা নথিভুক্ত হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।