ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় ৪৯ কেজি গাঁজাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
উল্লাপাড়ায় ৪৯ কেজি গাঁজাসহ আটক ২ গাঁজাসহ আটক দুইজন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা এলাকায় একটি প্রাইভেটকার থেকে ৪৯ কেজি গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর সদস্যরা।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুরের দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাপ।

আটকরা হলেন- কুমিল্লা জেলার সদর দক্ষিণ তানার মথুরাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ফরহাদুল ইসলাম (২৩) ও একই থানার জকপুর গ্রামের আলী হোসেনের ছেলে
ইমাম হোসেন (১৮)।  

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে সলঙ্গা এলাকায় একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো গ-১১-৫২৫৮) তল্লাশি করে ৪৯ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় গাড়িতে থাকা ফরহাদুল ও ইমাম নামে দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়। জব্দ করা হয় মাদক বহনের প্রাইভেটকারটিও। এ ঘটনায় আটক দু’জনের নামে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।