ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে আরও একজন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে আরও একজন নিহত ...

ময়মনসিংহ: ময়মনসিংহের সদরে মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে মো. সফিকুল ইসলাম (৩০) নামে আরও একজন নিহত হয়েছেন।

এর আগে রফিকুল ইসলাম (৩৫) মারা যায়।

নিহতরা সম্পর্কে সহোদর দুই ভাই।

শনিবার (১১ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সফিকুলের মৃত্যু হয়।

এর আগে শুক্রবার (১০ ডিসেম্বর) উপজেলার চর সিরতা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, সম্প্রতি স্থানীয় একটি মসজিদ কমিটি ও মসজিদের জমি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব দেখা দেয়। ঘটনার দিন বেলা ১২টার দিকে রফিকুল ইসলাম স্থানীয় একটি বাজারে মুদির দোকানে বেঁচাকেনা করছিলেন।  

এ সময় হঠাৎ প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মুদির দোকানে রফিকুলের ওপর হামলা চালায়। বিষয়টি দেখে রফিকুলের ভাই সফিকুল ফেরাতে গেলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করে।

পরে গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রফিকুল মারা যায়। সফিকুলকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে, তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিক্যালে স্থানান্তর করেন। পরে সেখানে রাত ৯টার দিকে সফিকুলও মারা যায়।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন >>> মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব, যুবককে পিটিয়ে হত্যা

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।