ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় সুমন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  শনিবার (১১ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে কারওয়ান বাজার শুঁটকি পট্টি সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

তিনি একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।  

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় তার মৃত্যু হয়।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ইউনুস আলী ফরাজী জানান, রাতে কারওয়ান বাজার শুঁটকি পট্টি সংলগ্ন রেললাইনে বিমানবন্দরগামী একটি ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পান সুমন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হলে চিকিৎসাধীন রাত সাড়ে ১০টায় তার মৃত্যু হয়। তার মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।  

এদিকে মো. তানভির নামে নিহতের এক প্রতিবেশী জানান, রাতে সুমনের নাম্বার থেকে স্থানীয়রা তাকে ফোন দিয়ে দুর্ঘটনা সম্পর্কে জানায়। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় সুমনকে দেখতে পান। তখন আশপাশের লোকজনের মাধ্যমে জানতে পারেন, বাজার করে বাসায় ফেরার সময় ট্রেনের ধাক্কায় আহত হয়েছে সে।

স্বজনরা জানায়, ভোলা বোরহানউদ্দিন উপজেলার জয়া গ্রামের জলিল মোল্লার ছেলে সুমন। তেজাগাঁও বেগুনবাড়ি এলাকায় একটি মেসে থাকতো সে। কারওয়ান বাজার কলাপট্টির একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো। দুই ভাই দুই বোনের মধ্যে তৃতীয় ছিল। অবিবাহিত সুমনের পরিবারের সবাই গ্রামে থাকে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
এজেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।