ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

স্বাস্থ্যমন্ত্রীর আগমন উপলক্ষে ঢামেকে চলছে রঙয়ের কাজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
স্বাস্থ্যমন্ত্রীর আগমন উপলক্ষে ঢামেকে চলছে রঙয়ের কাজ

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আগমন উপলক্ষে চলছে ধোয়া-মোছার কাজ ও হাসপাতাল চত্বরের ভেতরে আশপাশের দেওয়ালগুলোতে করা হচ্ছে রঙ।

শনিবার (১১ ডিসেম্বর) রাত ৮টার দিকে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগের ময়দানে দেখা যায় স্বাস্থ্যমন্ত্রী আগমন উপলক্ষে সেখানে একটি সামিয়ানা দিয়ে মঞ্চ তৈরির কাজ করতে দেখা যায়।

 

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক  স্বাক্ষরিত একটি সাংবাদিকদের দাওয়াতের চিঠিতে উল্লেখ করেন, শিশুদের জন্য নতুন বহির্বিভাগ এবং বার্ন এবং প্লাস্টিক সার্জারি বিভাগ সংলগ্ন ভারত সরকার কর্তৃক উপহার হিসেবে প্রদত্ত অক্সিজেন প্লান্ট উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী আগমন উপলক্ষে জরুরি বিভাগ চত্বরের দেখা যায় চারিদিকের দেওয়ালগুলো রঙ করার জন্য ব্যস্ত আছে লোকজন ও সামিয়ানা টাঙিয়ে মঞ্চ তৈরির কাজের তদারকি করছে হাসপাতালে কয়েকজন ওয়ার্ড মাস্টার।

দেখা যায় জরুরি বিভাগের প্রবেশ পথে হাতের ডান দিকে পুলিশ ক্যাম্পের দেয়াল রঙ করা হচ্ছে। এছাড়া আশপাশে যত দেওয়াল আছে সবগুলোই রঙ করা হচ্ছে। সেখানে দায়িত্বরত আনসার সদস্যরা হাসপাতাল সংলগ্ন রাস্তায় হ্যান্ড মাইক নিয়ে ফুটপাতে থাকা অবৈধ দোকানদারদের দিক নির্দেশনা দিচ্ছে, বলছে আপনারা আগামীকাল এখানে বসবেন না। হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী আসবেন।

সেখানে দায়িত্বরত হাসপাতালে আনসার সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) আব্দুল হালিম জানান, স্বাস্থ্যমন্ত্রীর আগমন উপলক্ষে কর্তৃপক্ষের নির্দেশক্রমে হাসপাতাল চত্বর পুরোপুরি পরিষ্কারের কাজ চলছে। এছাড়া পুলিশ ক্যাম্পের সামনে দেয়ালসহ আশপাশের সব দেয়ালগুলো রঙ করা হচ্ছে।

ঢামেক হাসপাতালের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আশরাফুল আলম বলেন, ভারত সরকার কর্তৃক উপহার হিসেবে প্রদত্ত অক্সিজেন প্লান্ট উদ্বোধন পাশাপাশি হাসপাতালের বহির্বিভাগে একদম আলাদাভাবে সেমিপাকা বিশাল সেট তৈরি করা সেটা এখন শিশুবান্ধব শিশু বিভাগ করা হচ্ছে। রোববার এটাও উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে শিশুদের জন্য খেলাধুলার সরঞ্জামসহ সব সুবিধা রাখা হয়েছে। শিশু বিভাগ এতদিন আউটডোর এর মূল ভবনের নিচতলায় ছিল। এখন সেটা পুরোপুরি আলাদা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১০৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
এজেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।