ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ২ জনের অস্বাভাবিক মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
রাজধানীতে ২ জনের অস্বাভাবিক মৃত্যু

ঢাকা: রাজধানীর শ্যামলী ও পল্টনে পৃথক ঘটনায় দুই জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তারা হলেন- অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি (৪০) ও রাজমিস্ত্রি আসমাউল (১৮)।

রোববার (১২ ডিসেম্বর) ভোরে ও শনিবার রাতে এ ঘটনা ঘটে।

শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মবিন আহমেদ জানান, রোববার ভোরে শ‍্যামলীতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি কোনো যানবাহনের ধাক্কায় আহত হয়ে পড়ে ছিলেন। খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। এ বিষয়ে তদন্ত চলছে।

অন্যদিকে শনিবার রাতে পল্টন থানা পুলিশ রাজমিস্ত্রি আসমাউলের মরদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতালের মর্গে পাঠায়। আসমাউল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরপাকা গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম খান বলেন, শান্তিনগরের শেলটেকে ১৫৮ নম্বর নির্মাণাধীন ভবনে কাজ করতেন আসমাউল। রাতে খবর পেয়ে ওই ভবনের ১৩ তলায় ফ্যানের হুকের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

আসমাউল দুই মাস ধরে ওই ভবনে কাজ করছিলেন। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পল্টন থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ১২ ডিসেম্বর, ২০২১
এজেডএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।