ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

পেকুয়ায় ৫০ হাজার ইয়াবাসহ আটক ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
পেকুয়ায় ৫০ হাজার ইয়াবাসহ আটক ৭

কক্সবাজার: কক্সবাজারের পেকুয়া উপজেলায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাচার কাজে জড়িত সাতজনকে আটক করা হয়।

রোববার (১২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে পেকুয়া থানা পুলিশের একটি দল উপজেলার সদর ইউনিয়নের হরিণা ফাঁড়ির নুইন্যা-মুইন্ন্যা ব্রিজ এলাকায় এ অভিযান চালায়।

আটকরা হলেন- ওমর ফারুক, শহীদুল ইসলাম, জয়নাল আবেদীন, রিদুয়ানুল করিম, মো. সজিব, মো. রাজু, ডাবলু চৌধুরী। এদের সবার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ার সুখছড়ি এলাকায়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আলী জানান, গোপন সূত্রে খবর পেয়ে সকালে পুলিশের একটি দল নুইন্যা-মুইন্ন্যা ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় একটি প্রাইভেটকার থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার ও পাচার কাজে জড়িত সাতজনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
এসবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।