ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন: র‌্যাব ডিজি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন: র‌্যাব ডিজি

বরগুনা পাথরঘাটা থেকে: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। বিপথে থেকে সাধারণ জেলেদের জীবিকা ব্যাহত করবে জলদস্যুরা তা কোনো ভাবেই গ্রহণযোগ নয়।

রোববার (১২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার জেলেদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।  

দস্যুদের হুঁশিয়ারি দিয়ে র‌্যাব জিডি আবদুল্লাহ আল মামুন বলেন, উপকূলীয় অঞ্চলে এখনও যারা দস্যুপনা করছেন তারা ফিরে আসুন। প্রয়োজনে আমরা সাহায্য সহযোগিতা করবো। কিন্তু ওই পথে থেকে সাধারণ জেলেদের জীবিকা ব্যাহত করবে, দস্যুতা করলে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। আমরা সুন্দরবন দস্যুমুক্ত করেছি। সমুদ্রও আমাদের নিয়ন্ত্রণে আছে, সমুদ্র ও উপকূলীয় অঞ্চল নিয়ন্ত্রণে রাখবে র‌্যাব।  

তিনি বলেন, সুন্দরবন দস্যুমুক্ত করা হয়েছে। এ অর্জন ধরে রাখতে প্রতি বছরই দস্যুমুক্ত দিবস উদযাপন করে আসছি। এর মধ্যেও দুই-একটি দস্যু দল পালিয়ে উপকূলীয় অঞ্চলে এসে অপতৎপরতা চালাচ্ছিলো। তাদেরও শক্ত হাতে প্রতিহত করা হয়েছে।  

তিনি বলেন, আমরা ধারণা করেছিলাম, জলদস্যুদের সবাই দস্যুতা ছেড়ে দিয়ে ভালো পথে ফিরে আসবেন। কিন্তু কিছুদিন আগেও উপকূলীয় অঞ্চলে বেশ কয়েকটি ঘটনা ঘটিয়েছেন দস্যুরা। এখন পর্যন্ত হোমিওপ্যাথি ওষুধ দেওয়া হয়েছে। তার মানে এই নয় যে এলোপ্যাথি বন্ধ করে রেখেছি। এলোপ্যাথি কিন্তু পকেটে আছে। যার যে ব্যবস্থা দরকার আমরা সেই ব্যবস্থাই নেবো। দস্যুরা সাবধান হয়ে যান এখনও সময় আছে ভালো পথে ফিরে আসুন।  

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
এসজেএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।