ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

রামু সর্বজনীন কেন্দ্রীয় কালী মন্দির পরিদর্শন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
রামু সর্বজনীন কেন্দ্রীয় কালী মন্দির পরিদর্শন  ...

চট্টগ্রাম: রামু সর্বজনীন কেন্দ্রীয় কালী মন্দির পরিদর্শন করেছেন দানবীর ও সমাজ সংস্কারক, অদুল-অনিতা ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন অদুল কান্তি চৌধুরী ও কো-চেয়ারম্যান অনিতা রানী চৌধুরী।

রোববার (১২ ডিসেম্বর) মন্দির পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশনের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. বাসুদেব দাশ, দুবাই সারজা মরুতীর্থ সংঘের কর্মকর্তা সমীর শর্মা, শঙ্কর মঠ গীতা প্রচার সংঘের রামু উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মীরন কান্তি দাশ প্রমুখ।

লায়ন অদুল কান্তি চৌধুরী রামু সর্বজনীন কালী মন্দিরের অসমাপ্ত কাজ সম্পন্ন করে মা’কে সমহিমায় পুনরায় অধিষ্ঠিত করার সংকল্প ব্যক্ত করেন।

এ সময় রামু সর্বজনীন কালী মন্দির পরিচালনা পরিষদের সভাপতি রতন মল্লিক ও সাধারণ সম্পাদক চন্দন দাশগুপ্ত অদুল-অনিতা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।