ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

নির্মাণাধীন মসজিদের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
নির্মাণাধীন মসজিদের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রংপুর: রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন মসজিদের তৃতীয় তলার ছাদ থেকে পড়ে নুরুজ্জামান সরকার (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার খালাসপীর হাটে এ দুর্ঘটনা ঘটে।

নুরুজ্জামান সরকার দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার দুমাইল গ্রামের আছর উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে অন্যান্য শ্রমিকদের সঙ্গে মসজিদের নির্মাণ কাজে যোগ দেন নুরুজ্জামান সরকার। এসময় মসজিদের তৃতীয় তলার নির্মাণ কাজ করতে তিনি ছাদে ওঠেন। একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে যান তিনি। পরে সহযোগীরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র জানান, স্বজনরা নুরুজ্জামানের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেছেন। কোনো অভিযোগ না থাকায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।