ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ডিবি’র হাজতখানায় মাদকবিক্রেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
সাতক্ষীরায় ডিবি’র হাজতখানায় মাদকবিক্রেতার মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরায় ডিবি পুলিশের হাজতখানায় বাবলু সরদার (৫২) নামে এক মাদকবিক্রেতার মৃত্যু হয়েছে।

বাবলু সরদার জেলার দেবহাটা উপজেলার বসন্তপুর গ্রামের মৃত জুড়োন সরদারের ছেলে।

শনিবার (১১ ডিসেম্বর) বেলা সোয়া ১২টার দিকে ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে আনে ডিবি পুলিশের একটি দল। ডিবি পুলিশের দাবি, বাবলু সরদার হাজতখানায় আত্মহত্যা করেছেন।

জেলা পুলিশের বিশেষ শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতক্ষীরা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম সংঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার দেবহাটা থানাধীন সীমান্তবর্তী বসন্তপুর গ্রামে অভিযান চালিয়ে বাবলু সরদারকে ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন। গ্রেফতার আসামিকে উদ্ধারকৃত আলামতসহ ডিবি হেফাজতে রাখা হয় এবং এ ঘটনায় দেবহাটা থানায় ০৬ মামলা (১১/১২/২০২১) দায়ের করা হয়।

আসামি বাবুল সরদার ডিবি হেফাজতে হাজত খানায় থাকা অবস্থায় রাত ৩টা থেকে ভোর ৫টার মধ্যে যেকোনো সময় তার পরিহিত লুঙ্গি দিয়ে হাজতখানার লোহার দরজার রডের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। আসামির বিরুদ্ধে মাদক আইনে আরও চারটি মামলা বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার বাংলানিউজকে হোসেন, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত সরকার, মৃত ব্যক্তির ছেলে, স্ত্রীসহ অন্যান্য আত্মীয়-স্বজন এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল পাঠানো হয়েছে।

এ ঘটনায় দায়িত্বে অবহেলা এবং গাফিলতির কারণে কর্তব্যরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল শেখ ও কনস্টেবল শরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত সরকার বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। বিস্তারিত ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বলা যাবে।

এদিকে, বাবলু সরদারের মেয়ে সুলতানা মীমের দাবি, তার বাবা আত্মহত্যা করেননি। তাকে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনায় দায়ীদের বিচার দাবি করেছেন।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।