ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

জ্বিনের বাদশা সেজে প্রতারণা স্বামী-স্ত্রীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
জ্বিনের বাদশা সেজে প্রতারণা স্বামী-স্ত্রীর ভুয়া জ্বিনের বাদশা দম্পতি সবুজ মিয়া ও পারভীন বেগম

রংপুর: নিজেদের জ্বিনের বাদশা পরিচয় দিয়ে দ্রুত কোটি কোটি টাকার মালিক বানিয়ে  দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে রংপুর মহানগর ও জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এক ব্যবসায়ীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৭৪ লাখ টাকা আত্মসাতের মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়।

রোববার (১২ ডিসেম্বর) দুপুরে রংপুর মহানগর ও জেলা সিআইডি কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. আতাউর রহমান।  

এর আগে শনিবার (১১ ডিসেম্বর) দিনগত রাতে রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন-  সবুজ মিয়া ওরফে সবুজ মেম্বার (৪৩) এবং তার স্ত্রী পারভীন বেগম (৩৩)।

তিনি  জানান,  রংপুর শহরের পশ্চিম বাবুখাঁ এলাকার ব্যবসায়ী মামুনুর রহমান বাদী হয়ে গত বছরের জুলাই মাসে মহানগর পুলিশের কোতোয়ালি থানায় অর্থ আত্মসাতের একটি মামলা করেন। মামলায় ভুক্তভোগী ব্যবসায়ী উল্লেখ করেন মনা ইলেকট্রানিক্স নামে শাপলা চত্বরে তার একটি দোকান আছে। ২০০৫ সালে সবুজ মিয়া ওরফে সবুজ মেম্বার ও পারভীন বেগমের সঙ্গে পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগে সবুজ মিয়া নিজেকে জ্বিনের বাদশা হিসেবে পরিচয় দেযন। এ সময় প্রতারণার উদ্দেশ্যে প্রকৃত নাম, ঠিকানা ও পরিচয় গোপন রাখেন তারা।  

মো. আতাউর রহমান আরও বলেন, প্রতারণার উদ্দেশ্যে ভুক্তভোগী মামুনুর রহমানকে ব্যবসায়িক ভাবে লাভবান হওয়াসহ অল্পদিনের মধ্যে কোটি কোটি টাকার মালিক হওয়ার প্রলোভন দেখান। তাকে ইউএস ডলার, প্রাচীন ধাতব মুদ্রা, স্বর্ণমূর্তি, মূল্যবান পাথরের মূর্তি সংগ্রহ করে দেওয়ার আশ্বাস দেন। শুধু তাই নয়, দ্রুততম সময়ের মধ্যে শত শত কোটি ডলারের মালিক হবার সঙ্গে সঙ্গে তা ব্যাংকে জমা হবে। ব্যাংক থেকে টাকা তুলে বস্তায় করে তারা মামুনুর রহমানকে বাড়িতে পৌঁছিয়ে দেবেন। এসব কথার ফাঁদে ফেলে মামুনুর রহমানকে দিয়ে ব্যাংক হিসাব চালু করে তার কাছ থেকে স্বাক্ষর করা চেকবই হাতিয়ে নেনেএই প্রতারক দম্পতি।

সহজ সরল বিশ্বাসে নিজের জমিজমা বিক্রয় করে সবুজ ও পারভীন দম্পতিকে কয়েক দফায় ৭৪ লাখ টাকা দেন ব্যবসায়ী মামুনুর রহমান। দীর্ঘদিন ধরে ঘটনাটি চেপে রাখলেও গত বছর ২৭ জুলাই রংপুর মহানগর কোতোয়ালি থানায় প্রতারণার বিষয়টি তুলে ধরে ভুক্তভোগী নিজে বাদী হয়ে অর্থ আত্মসাতের মামলা করেন। পলাতক এ দুই আসামিকে শনিবার রাত সোয়া ১১টার দিকে গ্রেফতার করে সিআইডি পুলিশ। বর্তমানে মামলাটি সিআইডিতে তদন্তাধীন রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।