ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

নিখোঁজের ৯ দিনপর রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
নিখোঁজের ৯ দিনপর রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার

নরসিংদী: নরসিংদীর শিবপুরে নিখোঁজের ৯ দিনপর রুবেল ভুঁইয়া (১৮) নামে এক রাজমিস্ত্রির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ ডিসেম্বর) বিকেলে উপজেলার মাছিমপুর দক্ষিণপাড়া গ্রামের একটি ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রুবেল শিবপুরের মাছিমপুর গ্রামের মৃত কাজল ভুঁইয়ার ছেলে।

পুলিশ জানায়, গত ৩ ডিসেম্বর শুক্রবার রাত ৮টার দিকে বাড়ির পাশের একটি ক্ষেতে ব্যাডমিন্টন খেলতে যান রাজমিস্ত্রি রুবেল। বাড়িতে না ফেরায় রাত ১০টার দিকে তার মোবাইলে ফোন করে বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের লোকজন খেলার মাঠ ও আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি। এ ঘটনায় পরদিন ৪ ডিসেম্বর শিবপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন তার বড় ভাই মো. আতিফ হাসান।  

বিকেলে মাছিমপুর দক্ষিণপাড়া গ্রামের একটি ধান খেতে ধান কাটার সময় অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে পরনের কাপড় ও অন্যান্য আলামত দেখে মরদেহটি রুবেলের বলে শনাক্ত করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠানসহ শিবপুর মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তারা। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান বাংলানিউজকে বলেন, ধান ক্ষেতে অজ্ঞাত মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। এসময় মরদেহটি নিখোঁজ রুবেলের বলে শনাক্ত করে পরিবারের সদস্যরা। ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেফতার করাসহ আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।