ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

গাছের সঙ্গে পিকআপের ধাক্কা, প্রাণ গেল চালকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
গাছের সঙ্গে পিকআপের ধাক্কা, প্রাণ গেল চালকের

মিরসরাই (চট্টগ্রাম): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর পুলিশ ফাঁড়ি এলাকায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন পিকআপ ভ্যানের হেলপার।

রোববার (১২ ডিসেম্বর) ভোরে দুর্ঘটনাস্থল থেকে চালক মো. হেলালকে (৪২) উদ্ধার করে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং হেলপার মোস্তফাকে (৪০) উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।

কুমিরা হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এমরান উদ্দিন বাংলানিউজকে বলেন, ধারণা করা হচ্ছে ভোরে চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে। এ সময় চালক চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার ফজল কাদেরের ছেলে হেলাল ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আহত হেলপার একই থানার ছামবল গ্রামের আব্দুর সালামের ছেলে মোস্তফা (৪০)।

দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে বলেও জানান এএসআই এমরান।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।