ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বিশ্বের ১০০ শহরের মধ্যে বায়ুদূষণের শীর্ষে ঢাকা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
বিশ্বের ১০০ শহরের মধ্যে বায়ুদূষণের শীর্ষে ঢাকা

ঢাকা: বিশ্বের ১০০টি প্রধান শহরের মধ্যে বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে ঢাকা। রোববার (১২ ডিসেম্বর) বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার ভিজ্যুয়ালের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

রোববার সারাদিন ১০০টি প্রধান শহরের মধ্যে বায়ুদূষণের সর্ব্বোচ স্থানে ছিল রাজধানী ঢাকা।

এদিন বেশির ভাগ সময় রাজধানী ঢাকার বায়ু ছিল খুবই দূষিত। এদিকে ১০০টি শীর্ষ বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, তৃতীয় স্থানে ভারতের কলকাতা ও চতুর্থ ভারতের দিল্লি।

উল্লেখ্য, করোনার প্রেক্ষিতে লকডাউন চলাকালে ঢাকা শহরে বায়ু দূষণ কমে গিয়েছিল। তবে এখন আবারো তা বেড়েছে।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
টিআর/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।