ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

শিবচরে নসিমন উল্টে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
শিবচরে নসিমন উল্টে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরের একটি নছিমন (থ্রি হুইলার) উল্টে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় ১২ জনের মধ্যে ৫ জন গুরুতর আহত হয়েছেন।

রোববার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার দত্তপাড়া ইউনিয়নের হাজী শরিয়তউল্লাহ সেতু সংলগ্ন আন্ডারপাসের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. ইলিয়াস আকন (৫২) ও লোকমান মাতুব্বর (৩৫)।

শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় দত্তপাড়া এলাকায় একটি ছাদ ঢালাইয়ের কাজ শেষে নসিমনে করে ঢালাইয়ের মিক্সার মেশিন ও মালামাল নিয়ে বাড়ি ফিরছিলেন ১৭ জনের এক নির্মাণ শ্রমিকের দল। মহাসড়কের দত্তপাড়া ইউনিয়নের সেতুর টোলপ্লাজা পার হয়ে আন্ডারপাসের কাছে এলে আন্ডারপাসের অপর পাশ থেকে একটি মাইক্রোবাস সড়কে প্রবেশ করে। এসময় সংঘর্ষ এড়াতে গেলে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে নসিমনে থাকা ১৭ জন শ্রমিকের মধ্যে ১২ জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহতাবস্থায় কাদিরপুর ইউনিয়নের সিকিমআলী মাদবরকান্দি গ্রামের মান্নান আকনের ছেলে ইলিয়াস আকন (৫২), ডিগ্রির চর এলাকার মো.রফিক (৩০) মো.সোহেল (৩০), যাদুয়ারচর এলাকার মো. কালু (৪০) এবং চরগজারিয়া এলাকার হামেদ মাতুব্বরের ছেলে লোকমান মাতুব্বরসহ (৩৫) সাতজনকে তাৎক্ষনাৎ ফরিদপুর মেডিক্যালে পাঠানো হয়। অন্যদের শিবচর ও ভাঙ্গা এলাকার হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এদিকে রাতে গুরুতর আহতদের মধ্যে ইলিয়াস আকন ও লোকমান মাতুব্বর মারা যান।

শিবচর হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. জাকির হোসেন বাংলানিউজকে বলেন, সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে। নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গুরুতর আহত ৭ জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়ে। আশংকাজনক অবস্থায় একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।